Geeti ara safia chowdhury biography of barack
Geeti ara safia chowdhury biography of barack gas.
গীতিআরা সাফিয়া চৌধুরী
গীতিআরা সাফিয়া চৌধুরী অথবা গীতি আরা সাফিয়া চৌধুরী (জন্মঃ ৮ অক্টোবর, ১৯৪৬)[১][২] একজন বাংলাদেশী ব্যবসায়ী, লেখিকা, এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা।[৩] তিনি অ্যাডকম লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।[৪] তিনি বাংলাদেশে আধুনিক বিজ্ঞাপন শিল্প প্রসারে অগ্রণী ভুমিকা পালনকারীদের অন্যতম।[৫]
পেশা
[সম্পাদনা]সাংবাদিকতা
[সম্পাদনা]শিক্ষা জীবন থেকেই তিনি কলকাতা, করাচী ও ঢাকার বিভিন্ন পত্রিকায় লেখা-লিখির সাথে জড়িত ছিলেন।[৫][৬] কেজি-২ শ্রেনীতে পড়ার সময় পাকিস্তান অবজারভার পত্রিকার শিশুদের জন্য পাতা- ইয়ং অবজারভারে তার প্রথম রচনা প্রকাশ হয়। পরবর্তীতে কর্ম জীবন শুরু হয় করাচিতে[৭], চার বছর তিনি পাকিস্তান অবজারভার পত্রিকার শিশু, নারী ও বিনোদন পাতার সহকারী সম্পাদকের কাজ করেছেন।[৮] দুই বছর করাচীর ‘শি ম্যাগাজিন’এ জ্যেষ্ঠ সম্পাদক হিসেবে লিখেছেন তিনি[৬]।
বিজ্ঞাপন ব্যবসা (১৯৭২ - বর্তমান)
[সম্পাদনা]করাচীর ‘শি ম্যাগাজিন’এ কাজ ক